সরাসরি সিলেট বিমানবন্দরে নামবেন হামজা চৌধুরী

সুরমা টাইমস ডেস্ক :

বাংলাদেশ জাতীয় ফুটবল দল যখন সৌদি আরবে অনুশীলনে ব্যস্ত তখন বাফুফে কর্মকর্তারা ব্যস্ত হামজা চৌধুরীকে বরণ করতে।

১৭ মার্চ হামজার বাংলাদেশে আসা অনেকটা চূড়ান্ত। তবে ঢাকা নয়, তার বাংলাদেশ অভিযান শুরু হতে পারে সিলেটের ওসমানী বিমানবন্দর দিয়ে।

আগামীকাল দুপুর পৌনে ১২টার দিকে লন্ডন থেকে সরাসরি সিলেটে আসবেন ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার। এরপর সেখান থেকে চলে যাবেন হবিগঞ্জে।

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন বাফুফের চার কর্মকর্তা গোলাম গাউস, ইকবাল হোসেন, কামরুল ইসলাম হিলটন ও সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন।

এরপর শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলার ১৮ মার্চ রাতে বা ১৯ তারিখ সকালে ঢাকায় আসবেন। ১৯ তারিখেই বাফুফের সংবাদ সম্মেলনে অংশ নিবেন হামজা।

সময় খুবই কম। তাই হামজার জন্য কোনো সংবর্ধনার আয়োজন করছে না বাফুফে। হামজার সিলেট নামা থেকে শুরু করে ঢাকায় আসা, এরপর ভারতে যাওয়া পর্যন্ত তার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

হামজার চলাচলের জন্য বাফুফের একটি বিশেষ গাড়ি এবং সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন অফিসিয়ালকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাফুফের অন্যতম সহ-সভাপতি ফাহাদ করিম। তিনি বলেন, ‘তিনি (হামজা) ১৭ তারিখে সিলেট বিমানবন্দরে নামবেন।

সেই সময় তাকে বরণ করে নেবেন বাফুফের তিন-চারজন নির্বাহী সদস্য। এরপর তিনি চলে যাবেন হবিগঞ্জ। সেখানে যাওয়ার ট্রান্সপোর্ট বাফুফে ব্যবস্থা করেছে।

তার জন্য বিশেষ একটি গাড়ি ও নিরাপত্তার জন্য একজন অফিস বয় থাকবে সারাক্ষণ। প্রশাসনকেও জানানো হয়েছে।’

প্রসঙ্গত, এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে শিলংয়ে ২৫শে মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।