ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট,উৎপত্তিস্থল গোলাপগঞ্জ

 

সুরমা টাইমস ডেস্কঃ

 

ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত সিলেটে আজ শুক্রবার সকাল ১০ টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৫।

এবার ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটেই। সিলেটের গোলাপগপঞ্জ উপজেলার কাছাকাছি স্থানে এই ভূমিকম্পের উৎপত্তি হয় বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস। তবে ভূমিকম্পে তেমন কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

গত তিনদিন ধরেই সিলেটে বৃষ্টি হচ্ছে। আজ শুক্রবার সকাল থেকেই টানা বৃষ্টি চলছে। বৃষ্টির মধ্যে ভূমিকম্পে নগরজুড়ে আতংক দেখা দেয়।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, সিলেটের গোলাপগঞ্জ থেকে ভূমিকম্পের উৎপত্তি। পরপর দুই দফা কম্পন অনুভূত হয়। তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি।

 

বিশেষজ্ঞদের মতে ডাইকি ফল্টের কারণে সিলেট বরাবরই ভূমিকম্পের ঝুঁকিপ্রবণ এলাকা। ২০২১ সালের ৭ই জুন এবং ৩০ ও ২১শে মে সিলেটে মোট আটবার ভূকম্পন অনুভূত হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।