সুরমা টাইমস ডেস্ক :
বিয়ানীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই) এর পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। গত ০৭ জানুয়ারী মঙ্গলবার বিয়ানীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই)-এর ২০২৫-২০২৭ সেশনের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।
ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী নির্বাচনে একটি প্যানেল থাকায় নির্বাচন কমিশন নিম্নলিখিত ১১জন পরিচালককে বিয়ানীবাজার চেম্বারের অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই)-এর (২০২৫-২৭) মেয়াদের জন্য নির্বাচিত ঘোষণা করেন।
বিজয়ী পরিচালকবৃন্দদের মধ্য থেকে গত ১৩ মার্চ বৃহস্পতিবার অফিস বিয়ারার নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস, ১ম সহ-সভাপতি এনাম উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ মাহদি সালেহীন, কোষাধ্যক্ষ এমরান হোসেন, পরিচালক মোঃ আমিনুর রশীদ, হাসান শাহরিয়ার, ফখরউছ সালেহীন নাহিয়ান, জুবায়ের আহমেদ, মোঃ ফয়জুল ইসলাম, মাহিন আহমদ সালেহিন ও ফখরুল জান্নাত।
নির্বাচন কমিশনার এডভোকেট রেজওয়ান আহমদ চৌধুরী বিয়ানীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই)-এর ২০২৫-২০২৭ মেয়াদের ১১ জনের পরিচালনা পরিষদের পূর্নাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন নির্বাচনী বোর্ডের সদস্য জাহাঙ্গীর আলম ও মোঃ তাজ উদ্দীন, আপীল বোর্ডের চেয়ারম্যান এডভোকেট ইফতেখার আলম শোয়েব ,সদস্য মোঃ সফরুল ইসলাম খাঁন ও মোঃ আব্দুস শুকুর।