সুরমা টাইমস ডেস্ক :
মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটি সিলেট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কমিটির আয়োজনে গত সোমবার (১৭ই মার্চ) সিলেট নগরীর ৩৬ নং ওয়ার্ড বালুচর দলদলি মাদ্রাসায় গরীব, এতিম দুস্থ অসহায় মাদ্রাসার ছাত্র ও শিক্ষক ও রাজনৈতিক,সামাজিক সহ বিভিন্ন পেশাব লোকজন নিয়ে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তিলাওয়াত এর মাধ্যমে ও সাবেক সাধারণ সম্পাদক হাফিজ মুনসুর এর পরিচালনায় প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোঃ লুথফুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর কৃষকদলের সভাাপতি হুুমায়ুন কবির শাহীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর কৃষকদলের সহ-সভাপতি সুলতান আহমদ চৌধুরী, ছাদেকুর রহমান,বালুচর এলাকার বিশিষ্ট মুরুব্বি ও সমাজ সেবক মাওলানা মাসুমুর রহমান, ফেইম একাডেমী স্কুল এন্ড কলেজের পরিচাক মোঃ ফারুক আহমদ ও মাসুক মিয়া।
এসময় আরও বক্তব্য রাখেন, মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল শহিদ,সাবেক সহ-সভাপতি শিহাব উদ্দিন স্বপন, মোঃ লুৎফুর রহমান শিকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,দলদলি মাদ্রাসার শিক্ষক আবুল হুুসেন।
দোয়া পাঠ করেন,সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম।
উপস্থিত ছিলেন,মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির সদস্য মখলিছ মিয়া সহ বিভিন্ন পেশার মানুষ।