এসএমপি‘র অতিরিক্ত পুলিশ কমিশনা কর্তৃক এয়ারপোর্ট থানা বার্ষিক পরিদর্শন

নিজস্ব প্রতিবেদকঃঃ

গত কাল মঙ্গলবার ১৮ই মার্চ বিকাল ০৪:০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা বার্ষিক পরিদর্শন করেন এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা ।

অতিরিক্ত পুলিশ কমিশনার এয়ারপোর্ট থানায় এসে পৌঁছালে ফুল দিয়ে অভ্যর্থনা জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন-উত্তর) দেবাশীষ দাশ, বিপিএম, পিপিএম ও অন্যান্য অফিসারবৃন্দ।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনারকে এয়ারপোর্ট থানা অফিসার ইনচার্জ সৈয়দ আনিসুর রহমান একটি চৌকস দল নিয়ে গার্ড অব অনার প্রদান করেন।

সালাম ও অভিবাদন গ্রহণ শেষে অতিরিক্ত পুলিশ কমিশনার থানায় রক্ষিত বিভিন্ন রেজিস্ট্রার পত্রাদি পর্যবেক্ষন করেন এবং সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।

 

এছাড়া তিনি থানার আশপাশের এলাকা সহ ভৌত অবকাঠামো পরিদর্শন করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-উত্তর) শাহরিয়ার আলম, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)সহ থানার বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।