গত ১০/০৩/২০২৫খ্রিঃ ২৩.৩৫ ঘটিকার সময় এসআই(নিঃ)/জুয়েল চৌধুরী সঙ্গীয় এসআই(নিঃ)/পিন্টুধর, এএসআই(নিঃ)/রহিম উদ্দিন, এএসআই(নিঃ)/ফারুক আহমেদ, এএসআই(নিঃ)/আল ইমরান বিন রাজ্জাক ও ফোর্সসহ বিশেষ অভিযান ডিউটি ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করাকালে এয়ারপোর্ট থানাধীন কাকুয়ারপাড় সাকিনস্থ আমীর হোসেন এর ভাড়াটিয়া তাজির আলীর বসত ঘর হতে ০২ জন আসামীদ্বয়কে গ্রেফতারপূর্বক তাদের হেফাজত হতে ভারতীয় তৈরী KAVERI মেহেদী ১৪৪০ (এক হাজার চারশত চল্লিশ) পিস উদ্ধার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিরা ১। মোঃতাজির আলী (২১), পিতা-সমসু মিয়া, সাং-ধোপাগুল, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, বর্তমানসাং-কাকুয়ারপাড়, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট,
২। মোঃসামাদ হোসেন (২২), পিতা-মৃত আক্তার হোসেন, সাং-কাকুয়ারপাড়, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট। ভারতীয় তৈরী KAVERI মেহেদী ১৪৪০ (এক হাজার চারশত চল্লিশ) পিস, যার আনুমানিক বাজারমূল্য ২১,৬০০/-টাকা উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে এয়ারপোর্ট থানার মামলা নং-০৯, তাং-১১/০৩/২০২৫খ্রিঃ, ধারা-25B(1)(b)/25D The Special Powers Act, 1974; রুজু হয়।
আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
—বিজ্ঞপ্তি ।