সুরমা টাইমস ডেস্ক :
পিকলবল খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ অভিনেত্রী ভাগ্যশ্রী। মারাত্মক চোট পেয়েছেন,বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী।
যার জেরে তার কপালের ক্ষতস্থানে ১৩টি সেলাই পড়েছে। ভয়ানক আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এখন কেমন আছেন ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবির এই নায়িকা?
হাসপাতাল থেকেই সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেছেন ভাগ্যশ্রী। সেসব ছবিতে দেখা গেছে ভ্রুর কাছে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে তার।
কপালে ব্যান্ডেজ নিয়ে হাসিমুখে ছবিও তুলেছেন তিনি। সেটা দেখে ধারণা করা যায়, সুস্থ হয়ে উঠেছেন তিনি।
পিকলবল শক্ত হওয়ার ফলে খেলার মাঝে অসতর্ক হলেই যে কারও বিপত্তি হতে পারে।
শরীরের কোনও অংশে সজোরে পিকলবল লাগলে গুরুতর চোট পেতে পারেন কেউ। ভাগ্যশ্রীর ক্ষেত্রেও তাই হয়েছে। তবে, অল্পের জন্য রক্ষা পেয়েছে তার চোখ।
খবর প্রকাশ্যে আসতেই ভাগ্যশ্রীর অনুরাগীরা তার আরোগ্য কামনা করেছেন। অনেকের পরামর্শ, ‘ভবিষ্যতে খেলার সময়ে আরও সতর্ক থাকবেন।’
১৯৮৯ সালে সলমন খানের বিপরীতে অভিনয় করেছিলেন ভাগ্যশ্রী। বক্স অফিসে বিপুল সাড়া ফেলেছিল ‘ম্যায়নে প্যার কিয়া’।
তবে চলচ্চিত্রজগৎ থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পরিবার ও সংসারে মন দিয়েছিলেন তিনি।
২০২১ সালে কঙ্গনা রনৌতের ‘থালাইভি’ ছবিতে ফের প্রত্যাবর্তন ঘটে ভাগ্যশ্রীর। এই ছবিতে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
২০২২ সালে প্রভাস ও পূজা হেগড়ে অভিনীত ‘রাধে শ্যাম’ ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও কাজ করেছেন তিনি।