সিলেটে বিজিবির অভিযানে ১ কোটি ৪৩ লাখ টাকার পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার::

সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে ১ কোটি ৪৩ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।

গতকল শনিবার সকালে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয় বলে বিজিবি-৪৮ সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান।

তিনি বলেন. “অভিযানে বিপুল ভারতীয় স্কিন ব্রাইট ক্রিম, অরিস সিগারেট, সনপাপড়ি, বিস্কুট, চকলেট ও গরু জব্দ করা হয়।

 

তাছাড়া অভিযান চলাকালে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত বাংলাদেশি বারকি নৌকাও জব্দ করেছে বিজিবি।’’

বিষয়টি নিশ্চিত করে গতকাল শনিবার দুপুরে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ‘উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

 

এরই অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়।’

উদ্ধার করা চোরাই পণ্যের সিজার মূল্য ১ কোটি ৪৩ লাখ ৬৪ হাজার ২০ টাকা।

তিনি আরও জানান, জব্দকৃত পণ্যের ব্যাপারে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।