ইতালীতে ৭দিনের সফরে যাচ্ছেন হাবিবুর রহমান এডভোকেট

সুপ্রিমকোর্ট অব বাংলাদেশ ও লিগ্যাল এডভাইজার মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেটের এডভোকেট মো হাবিবুর রহমান আগামীকাল (৪ মে) বুধবার ৭ দিনের সফরে ইতালীতে যাচ্ছেন। তিনি মিলান, ইতালির উদ্দ্যেশে রওয়ানা দিবেন।

 

বাংলাদেশের প্রতিনিধি হিসাবে দি ক্যাথলিক ইউনিভার্সিটি, মিলান, ইতালিতে একটি কনফারেন্সে আগামী ৫ ও ৬ মে যোগ দিবেন।

বুধবার (৩ মে) গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।

সফরসূচি অনুযায়ী ৪ মে বৃহস্পতিবার ইতালীর উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন এডভোকেট মো: হাবিবুর রহমান। ১০ মে পর্যন্ত তিনি ইতালীতে অবস্থান করবেন। এরপর থেকে সরাসরি বাংলাদেশে আসবেন এডভোকেট মো: হাবিবুর রহমান।

সময় খুব সল্পতা থাকার কারন তার মোয়াক্কেল, শুভাকাংঙ্খী ও বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ করতে না পারায় তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

 

 

 

—বিজ্ঞপ্তি ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।