সিলেট বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে সিলেট বৌদ্ধ সমিতির দুদিন ব্যাপী কর্মসূচী

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে সিলেট বৌদ্ধ সমিতি কর্তৃক দুদিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। অনুষ্ঠানমালার প্রথম দিন ৪ মে বিকাল ৪টায় শান্তি শোভাযাত্রা ও ৫ মে সিলেট বৌদ্ধ বিহারে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজন করা হয়। এতে সিলেট বিভাগে অবস্থানরত বৌদ্ধ সাধারণের উপস্থিতি কামনা করা হয়েছে।

বৌদ্ধ সমিতি কর্তৃক শান্তি শোভাযাত্রায় পুলিশ কমিশনার, এসএমপি ও সিলেটের জেলা প্রশাসক উপস্থিত থাকার সদয় সম্মতি প্রদান করেছেন।

অনুষ্ঠানের ২য় দিন (৫ মে) বিকেলের অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এছাড়াও সকালের অধিবেশনে সম্মানীত অতিথি হিসেবে ভারতীয় সহকারী হাই কমিশন সিলেটের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল,

 

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

 

 

—বিজ্ঞপ্তি ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।