জনগণকে সেবা দেওয়াই হবে মূল লক্ষ্যঃ আনোয়ারুজ্জামান চৌধুরী
আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে সিলেট সিটিতে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যদি জনগণ আমাকে মেয়র নির্বাচিত করেন, তবে সবকিছুর আগে এই নগররের সমস্যা চিহ্নিত করে কাজ করব।
জনগণকে সেবা দেওয়াই হবে মূল লক্ষ্য। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কথা দেশ রত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং দেশকে একটি স্মার্ট বাংলাদেশ রূপান্তরে কাজ করছেন।
এই কাজকে এগিয়ে নিয়ে যেতে হলে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আসুন দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্ত করে শুধু সিলেট নয়, স্মার্ট বাংলাদেশ গড়তে এগিয়ে আসি।
তিনি বুধবার (৫ মে) নগরীর ৩৬নং ওয়ার্ডে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সভাপতি আব্দুস সামাদ, বক্তব্য রাখেন, শ্রমিকলীগ সিলেট জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার এজাজুল হক এজাজ, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সিলেট জেলা সভাপতি আ ম ন জামান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী শাহীন আহমদ, শফি উদ্দিন আহমদ এড হোসাইন আহমদ, শমসের আলী শম্ভু, জাবেদ আহমদ আমিনুল কদ্দুস শিকদার জাবেদ আহমদ, শামীম আহমদ, তামিম আহমদ স্বাধীন প্রমুখ।
—বিজ্ঞপ্তি ।।