নবীগঞ্জের আধ্যাতিক জগতরে মহাপুরুষ অলৌকিক দূর্লভ ঠাকুর মন্দিরের ৪৬তম বার্ষিক উৎসবে অষ্টপ্রহরব্যাপী কীর্তন

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ,হবিগঞ্জ থেকে::
নবীগঞ্জের সীমান্তবর্তী  আউশকান্দি ইউনিয়নের পারকুল বনগাও হাছনখালি এলাকায় বটগাছের নীচে অবস্থিত আধ্যাতিক জগতের মহাপুরুষ অলৌকিক শ্রী শ্রী  দূর্লভ ঠাকুরের পূণ্য লীলা ভুমিতে  মন্দিরের ৪৬তম বার্ষিক উৎসব উপলক্ষ্যে অষ্টপ্রহরব্যাপী কীর্তন সম্প্রতি দিনরাতব্যাপী অনুষ্টিত হয়ছে।
সিলেট বিভাগের চার জেলার মিলনস্থল নবীগঞ্জ শেরপুর সংলগ্ন ঐতিহ্যবাহী উক্ত মন্দিরে বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণ ছিল লক্ষ্যনীয়। প্রাচীন লোকজনের ভাষ্যমতে জানাযায়, শ্রী শ্রী দূর্লভ ঠাকরের এই মন্দিরে কোন ভক্ত যদি কোন মানস করে তার প্রতিপলিত হয় তাদের ব্যক্তি জীবনে। তাই হিন্দু মুসলমান ধর্মের মানুষের মধ্যে অত্যন্ন সৌহার্ধ্যপূর্ন পরিবেশে প্রতিবছর এই মন্দিরে বৃহত্তর সিলেট অঞ্চলের বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটে বার্ষিক উক্ত অনুষ্টানে।
৩ দিনব্যাপী অনুষ্টানমালার মধ্যে কীর্তন পরিবেশন করেন, কানাই লাল সম্প্রদায়ের শ্রী যুক্ত রজত কান্তি গোস্বামী , শ্রী শ্রী কানুপ্রিয় সম্প্রদায়েরে শ্রীযুক্ত মিন্টু সরকার,শ্রী শ্রী দয়াল ঠাকুর সম্পাদায়ের শ্রীমতি সুমিত্রা পাল,শ্রী শ্রী কিশোরী সম্পাদায়ের শ্রীযুক্ত গিরিরাজ দাস জুয়েল।
উৎসব কমিটির সভাপতি রথীন্দ্র সুত্রধর রকেটের সভাপতিত্বে এবং সাধারন সস্পাদক বাবুল সুত্রধর,সাধন সুত্রধর,যুগ্ম সম্পাদক বিশ্বজিত রায়,সহ সম্পাদক অরুন সুত্রধর,অশক দেব,রিপন দেব,উজ্বল দাস,দুলন সুত্রধর,রতিশ গোপসহসঅন্যান্য উপদেষ্টাদের সার্বিক তত্বাবধানে অনুষ্টানে উপস্থিত ছিলেন,
নবীগঞ্জ উপজেলা  হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ আইডিয়াল ইউমেন্স কলেজের অধ্যক্ষ নজির আহমদ,নিধির সুত্রধর,অশক দেব,সুমি রানী পাল,শুভশ্রী পালসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দসহ ১০ হাজারের বেশি ভক্তবৃন্দের সমাগম ঘটে। আজ দুপুরে দধিভান্ড ভঞ্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।