নবীগঞ্জে যুবদল নেতাদের বিরুদ্ধে ব্যবসায়ী নেতা বাবুল রায়কে অপদস্ত করার অভিযোগ : গোদামে গোদামে তল্লাশী

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃঃ

নবীগঞ্জ শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তেল বিক্রিকে কেন্দ্র করে ব্যবসায়ীদের অপমান অপদস্ত করার অভিযোগ ওঠেছে উপজেলা যুবদলের দুই যুগ্ম আহবায়কের বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক- উৎকণ্ঠা বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাবেক এমপি শেখ সুজাত মিয়াসহ বিএনপির নেতৃবৃন্দ।

রবিবার বিকেলে নবীগঞ্জ শহরের শেরপুর রোড ও মধ্যবাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়- সম্প্রতি সারাদেশে তেল নিয়ে সঙ্কট দেখা দিলে তার প্রভাব নবীগঞ্জ শহরে পড়ে। রবিবার বিকেলে নবীগঞ্জ শহরের মধ্য বাজারে নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সুকেন্দু রায় বাবুলের ব্যবসা প্রতিষ্ঠান সুরেন্দ্র চন্দ্র রায় এন্ড সন্স এ যান নবীগঞ্জ পৌর এলাকার আনমনু গ্রামের এলাইছ মিয়ার ছেলে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান বাবু ও যুগ্ম আহবায়ক আব্দুর রকিব সহকারে ৪-৫ জন যুবক।

তেল মজুদ রাখার খবরে সুরেন্দ্র চন্দ্র রায় এন্ড সন্সে গিয়ে তল্লাশী করতে চায় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান বাবু ও যুগ্ম আহবায়ক আব্দুর রকিব ও জুলন মিয়া। এ সময় সুরেন্দ্র চন্দ্র রায় এন্ড সন্স ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী সুকেন্দু রায় বাবুল বোতলজাত তেল বিক্রি করেননা মর্মে জানান। এরপরও ব্যবসায়ী সুকেন্দু রায়  বাবুলকে অপমান অপদস্ত করে অশ্লিল ভাষায় গালিগালাজ ও মারমুখী আচরণ করে বাবু, রাকিব ও জুলন।

 

এসময় ব্যবসায়ী সুকেন্দু রায় বাবুল ভারতের এজেন্ট আওয়ামীলীগের দুসর আখ্যায়িত করে ফোন দিয়ে পুলিশ নিয়ে আসেন বাবুসহ অন্যরা। পরে বাবু-রকিব ও জুলন সুরেন্দ্র চন্দ্র রায় এন্ড সন্স ব্যবসা প্রতিষ্ঠান এবং গোদামে তল্লাশী করলেও কোনো তেল পাওয়া যায়নি।

 

পরে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।এছাড়া শেরপুর রোডস্থ মাদুরী স্টোর ও মধ্য বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের বোতলজাত তেলের গায়ে লিখা নির্ধারিত মূল্য অনুযায়ী তেল বিক্রির নির্দেশ দিয়ে বিভিন্ন হুমকি-ধামকি দেন এবং শাসিয়ে আসেন বাবুসহ অন্যরা।

এছাড়া বেশ কয়েকটি দোকানে গিয়ে তারা গায়ে লিখা মূল্য অনুযায়ী তেল বিক্রি করেন তবে বিক্রিত তেলের সঠিতভাবে টাকাও পাননি ব্যবসায়ীরা এমন অভিযোগও রয়েছে।  এ ঘটনায় সাধারণ ব্যবসায়ীদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

নবীগঞ্জ বাজার ব্যবসায়ীরা বলেন, আইন বহিঃভূত কোন কাজ করলে প্রশাসন ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে,  কিন্তু একটি রাজনৈতিক সংগঠনের নাম নিয়ে ৩/৪ জনের একদল যুবদল কর্মী দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের হুংকার দিয়ে মারমুখী আচরণে ব্যবসায়ীদের মধ্যে আতংক সৃষ্টি করেছে।

একটি ভিডিওতে  সাইফুর রহমান বাবু বলেন- বিভিন্ন ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করেছেন, ফলে বাজারে কোন তেল নেই, তাই আমরা বাজারে দোকানে দোকানে সঠিক দামে তেল বিক্রি হচ্ছে কী না দেখতে বের হয়েছিলাম, বাবুল রায়ের দোকানের যাওয়ার পর তিনি আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেখে নেয়ার হুমকি ধামকি দেন।

এদিকে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়ায় খবর পেয়ে মধ্যবাজারে বাবুল রায়ের ব্যবসা প্রতিষ্ঠানে ছুটে যান হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ সুজাত মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিহাব আহমেদ চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম মিঠুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে সাবেক এমপি শেখ সুজাত মিয়া ব্যবসায়ীদের শান্তনা দেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন- ৯৯৯ এ ফোন পেয়ে একদল পুলিশ মধ্যবাজারে যায়, সেখানে যাওয়ার পর ঝামেলা নিজেরা মিটমাট করবে জানালে পুলিশ চলে আসে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।