সুরমা টাইমস ডেস্ক :
হবিগঞ্জের মাধবপুরে মালিক বিহীন ৬ হাজার ৭শত ৫০ কেজি ভারতীয় চোরাই চিনি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল শনিবার (৮ই মার্চ) রাত সাড়ে ১২টার দিকে বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত (৬ই মার্চ) রাত পৌনে ১১টার দিকে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।
এসময় পাথর বোঝাই একটি ট্রাক টহল দলের নিকটবর্তী হলে টহল ট্রাকটিকে সিগন্যাল দিলে টহল দলের উপস্থিতি টের পেয়ে ড্রাইভার ট্রাকটি রেখে দ্রুত পালিয়ে যায়।
টহল দল ট্রাকটি তল্লাশি করে পাথরের নিচে মালিকবিহীন অবস্থায় ৬হাজার ৭শত ৫০ কেজি ভারতীয় চোরাই চিনি আটক করে।
যার আনুমানিক মূল্য ১০ লক্ষ ১২ হাজার ৫ শত টাকা। আটককৃত মালামালের আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন।
হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।