সিলেটে রিসোর্টে আটক ৮ তরুণ-তরুণীর বিয়ে নিয়ে তোলপাড়

সুরমা টাইমস ডেস্ক : সিলেট শহরতলীর এক রিসোর্ট থেকে ১২ তরুণ-তরুণীকে আটকের পর আটজনকে বিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে। এ আট তরুণ-তরুণীকে এলাকাবাসীর উদ্যোগে অভিভাবকদের উপস্থিতিতে বিয়ে দেওয়া হয়।

আর বাকি চারজনের বিয়ের বয়স না হওয়ায় তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। দক্ষিণ সিলাম এলাকার রিজেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টে এ ঘটনা ঘটে।

এর পর থেকে এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে। রোববার দক্ষিণ সুরমা পুলিশের উপস্থিতিতেই এমন ঘটনা ঘটে বলে জানা গেছে।

বিয়ের দেনমোহর ধার্য করা হয় ১০ লাখ টাকা করে। এ ঘটনার পর রাতে ওই রিসোর্ট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মোগলাবাজার থানার ওসি মো. খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এলাকার মুরুব্বিরা তাদের অভিভাবকদের সম্মতিতে কয়েকজনকে বিয়ে পড়িয়ে দিয়েছেন।

(সুত্র -যুগান্তর)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।