সাংবাদিক তোফায়েলের পিতার দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

সিলেটের বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত ও জালালাবাদের বিয়ানীবাজার প্রতিনিধি তোফায়েল আহমেদের পিতা আব্দুল আজিজের দাফন সম্পন্ন হয়েছে।

 

গতকাল শুক্রবার দুপুরে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বারিইগ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এ সময় মরহুমের জানাজার নামাজে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

 

 

জানাজায় উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সাবেক ধানের শীষের এমপি প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী, মুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিয়ানীবাজার উপজেলা জামাত নেতা আব্দুল খায়ের,

 

লাউতা ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহমেদ, সাংবাদিক মিলাদ জয়নুল ইসলাম প্রমুখ।

 

তোফায়েল আহমেদের পিতা দীর্ঘ দিন থেকে অসুস্থতা ভুগছিলেন সব শেষ সিলেটের ইবনে সিনা হাসপাতালে দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোর ৫ টায় তিনি নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

 

— প্রেস বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।