সুরমা টাইমস ডেস্ক :
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন বিএনপির ঐক্যের প্রতীক থেকে জাতীয় ঐক্যের প্রতীকে রূপান্তরিত হয়েছেন।
চিকিৎসার উদ্দেশ্যে তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করলেও নিঃসন্দেহে সুস্থ হয়ে তিনি দেশে ফিরে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হবেন এই প্রত্যাশা দেশবাসীর।
বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া একটি অনিবার্য নাম। গণমানুষের ভেতর থেকে যার উৎপত্তি। উল্কার মতো দুর্দমনীয় যার গতি।
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের সুজলা-সুফলা আমাদের মাতৃভূমির প্রতিটি ইঞ্চিতে বটবৃক্ষের শিকড়ের মতো প্রোথিত যার জনপ্রিয়তার শিকড়।
একজন সাধারণ গৃহবধূ থেকে মাঠের তুখোড় রাজনীতিবীদ সেখান থেকে বিশ্বমঞ্চের নেত্রী হয়ে উঠেন তিনি। ইতিহাসের বাস্তবতায় তিনি হয়ে উঠেছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেত্রী।’
তিনি গতকাল শুক্রবার (২১শ ফেব্রুয়ারি) বাদ জুম্মা সিলেট নগরীর কাজিটুলায় ১৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী এশিয়া মহাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি নূরুল মোমিন চৌধুরী খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর,
মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, যুগ্ম সম্পাদক শামীম মজুমদার, জেলা বিএনপির উপদেষ্টা কামরুল হাসান শাহীন, মির্জা বেলায়েত হোসেন লিটন, শেখ কবির আহমদ, রফিকুল ইসলাম রফিক, হাজী মিল্লাদ আহমদ, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, নাসিম আহমদ চৌধুরী, তুহেলুর রহমান শিপন।
সাবেক ছাত্রনেতা আলী আকবর রাজনের পরিচালনায় আরোও উপস্থিত ছিলেন- ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মন্জুরুল হাসান, সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক গিয়াস আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ , সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন,
স্বেচ্ছাসেবক দল নেতা বিলাল আহমদ খান, মহানগর ছাত্রদলের পাঠাগার বিষয়ক সম্পাদক আহসান শরীফ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক হারুনুল ইসলাম নিপুন, এছাড়া ছিলেন দুলাল আহমদ, স
জিব আহমদ, মানিক আহমদ, সজল আহমদ, রাজন, কাউসার, লিটন, মুসতাকিম, রাজু, সামাদ এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।