বাংলাদেশে প্রথম নজরুল সাহিত্য সম্মেলন আয়োজন করেছিলো মুসলিম সাহিত্য সংসদ

সুরমা টাইমস ডেস্কঃ

বাংলাদেশে প্রথম নজরুল সাহিত্য সম্মেলন আয়োজন করেছিলো সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এবং বাংলাদেশে নজরুল চর্চায় পথিকৃতের
ভূমিকা পালন করেছিলো সাহিত্য সংসদ।

 

সিলেটে নজরুলের আগমনের শতবর্ষ পূর্তি হবে আগামী ২০২৬ সনে, সিলেটবাসীও তার সফরের শতবর্ষপূতি জাঁকজমকের সাথে পালন করার মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে সাইক্লোন কেন্দ্রীয় সংসদ আয়োজিত আলোচনাসভায় মুখ্য আলোচকের বক্তব্যে কবি—আবৃত্তিকার সালেহ আহমদ খসরু একথা বলেন। ছড়াশিল্পী ও আইনজীবী আব্দুস সাদেক লিপনের সভাপতিত্বে ও ভ্রমণকাহিনীলেখক মোয়াজ আফসারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ‘বাংলাদেশে প্রথম নজরুল সাহিত্যসম্মেলন’ শীর্ষক মুল প্রবন্ধ উপস্থাপন করেন গল্পকার ও গবেষক সেলিম আউয়াল এবং সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি—গীতিকার নূরুজ্জামান মনি।

 

আলোচনায় অংশ নেন প্রবীণ ক্রীড়া সাংবাদিক আলী আশরাফ চৌধুরী খালেদ, প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মো. মাশুকুর রহমান, লেখক ও প্রাবন্ধিক বেলাল আহমদ চৌধুরী, অধ্যাপক কবি বাছিত ইবনে হাবীব, বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর কবি আমিনুল ইসলাম, কবি রাহনামা শাব্বীর চৌধুরী, প্রবীণ শিক্ষাবিদ কবি ছয়ফুল আলম পারুল, অধ্যাপিতা জান্নাত আরা খান পান্না, আবৃত্তিকার মাছুমা টফি একা, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আবদুল বাতিন ফয়সল, কবি দেওয়ান গাজী আবদুল কুদ্দুস শামসাদ, চিত্রশিল্পী কবির আশরাফ, ছড়াকার মাজহারুল ইসলাম মেনন, সংবাদকমীর্ এস.এম.ফাহিম, শিল্পী সাজিকুর রহমান, প্রবীণ লেখক মকসুদ আহমদ লাল, সংগীত পরিবেশন করেন বিমান বিহারী বিশ্বাস, এবং সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন কবি কামাল আহমদ।

সম্মানিত অতিথির বক্তব্যে কবি নুরুজ্জামান মনি বলেন, নজরুলের জীবন একটি মহাকাব্য। সেই মহাকাব্য অধ্যয়নে আমরাই সমৃদ্ধ হবো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।