৩৭, ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ড থেকে শোভার মনোনয়ন দাখিল

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৩৭,৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য মহিলা কাউন্সিলার পদপ্রার্থী মোছা. শোভা আক্তার সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিলেট অঞ্চল ও রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিল করছেন।

সোমবার (২২ মে) বিকালে তিনি মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের বলেন, নির্বাচিত হলে অবশ্যই ওয়ার্ডের জনগণকে সাথে নিয়ে কাজ করব। ৩৭,৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ড নতুন করে সিটি কর্পোরেশনের অন্তর্ভূক্ত হয়েছে। সিটি কর্পোরেশনে আসায় এখানে অনেক উন্নয়ন কাজ করার সুযোগ রয়েছে।

 

এই তিনটি ওয়ার্ডের সর্বস্থরের মানুষের চাওয়া-পাওয়ার প্রতিফলন ঘটাতেই আমাকে নির্বাচন করতে হচ্ছে। নির্বাচনে বিজয়ের মাধ্যমে এসকল ওয়ার্ডবাসীকে সাথে নিয়ে সঠিক পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম শুরু করব। নির্বাচনী কার্যক্রমে তিনি সকলের সহযোগিতা ও দুআ কামনা করেন।

 

মনোনয়ন দাখিলকালে উপস্থিত ছিলেন প্রস্তাবক মো. নূরুল ইসলাম, সমর্থক মো. আব্দুল মোছাব্বির, সুন্দর আলী, মঞ্জু আহমদ, সালমান আহমদ, মুরাদ ও বাবুল আহমদ।

 

 

—-বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।