সুরমা টাইমস ডেস্ক :
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্রথম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বাংলাদেশ এখন সবচেয়ে বড় ক্রান্তিকাল অতিক্রম করছে। এখনো আমরা ভোটাধিকার পাইনি।
আমাদের অনেক ভাই-বন্ধু এখনো একটা ব্যালট পেপার বাক্সে ভরে দেখতে পারেননি। শেখ হাসিনা নির্বাচনকে একটা তামাশায় পরিণত করেছেন।
সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যেতে হবে।
গতকাল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া নিউ সাউথ ওয়েলস’র সদস্য ফারদিন হোসেন তত্ত্বাবধানে অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির, বিমান বন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা, বিএনপি নেতা আব্দুল্লাহ শফি সাহেদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জাহেদ তালুকদার, মহানগর যুবদলের সহ-সভাপতি মালেক আহমদ,
জিয়ামমঞ্চ মহানগরের আহবায়ক মাসুদ কবির, মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান আলী, জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদিন রাহেল প্রমুখ।