২৩নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিলেন শিপলু

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২৩নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সোয়েব আহমদ শিপলু মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২২ মে) দুপুরে সিলেট জেলা নির্বাচন কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসারের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এসময় এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমার প্রিয় ২৩নং ওয়ার্ডবাসীর দোয়া— আশীর্বাদ ও সমর্থন নিয়ে আমি কাউন্সিলর পদে প্রার্থী হয়েছি। মহান
রাব্বুলআলামিন যদি আমাকে ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ প্রদান করেন তাহলে সম্মানিত নাগরিকবৃন্দের পরামর্শ, মতামত ও সহযোগিতা নিয়ে আমাদের ওয়ার্ডকে একটি আধুনিক পরিচ্ছন্ন ও নান্দনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করব।

 

সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক—দূরত্ব নয় এই মন্ত্রকে ধারন করে ২৩নং ওযার্ডের সকল মহল্লার বাসিন্দাদের উপযুক্ত সম্মান ও সকল নাগরিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ গুরুত্বারোপ করব।

তিনি বলেন, ওয়ার্ডবাসীর ভালোবাসা নিয়ে আমার পিতা হাজী ফারুক আহমদ দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে মানুষের কল্যাণে কাজ করেছেন। আমিও
আপনাদের সন্তান, ভাই, বন্ধু ও শুভাকাঙ্ক্ষি হিসেবে আপনাদের সেবক হয়ে সুখে— দুঃখে পাশে থাকতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন সাংবদিক মো. আবুল হোসেন, মো. জসিম উদ্দিন, শামীম আহমদ, জমজম বাদশাহ প্রমুখ।

 

 

—প্রেস বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।