স্কলার্সহোম শাহী ঈদগাহে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত

পহেলা বৈশাখ বাঙালির নবজাগরণ ও প্রাণের উৎসব — অধ্যক্ষ লে. কর্ণেল মুনীর আহমেদ কাদেরী (অব.) স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ লে. কর্ণেল (অব.) মুনীর আহমেদ কাদেরী বলেছেন, পহেলা বৈশাখ বাঙালির কৃষ্টি ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে একাত্ম হয়ে আছে।

 

এই দিনে বাঙালি জাতি নবজাগরণে প্রাণের উৎসবে মিলিত হই। নতুন বর্ষ বরণের মধ্য দিয়ে আমরা পুরাতনকে বিদায় জানাই। পহেলা বৈশাখের সঙ্গে জড়িয়ে আছে হালখাতা ও পান্তাভাতের সংস্কৃতি।

একসময় গ্রাম ও শহরে বিশাল আয়োজনে দিবসটি উদযাপন করা হতো। বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাস
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

১৪ মার্চ শুক্রবার স্কলার্সহোম শাহী ঈদগাহে উৎসবমুখর পরিবেশে পালিত হলো প্রাণের ও আবেগের দিবস পহেলা বৈশাখ। জাতীয় সংগীত ও বর্ষবরণের গান এসো হে বৈশাখ, এসো এসো দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন প্রভাষক সৈয়দ হাসান মাহমুদ।

 

প্রভাষক কামরুল হক জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের উপাধ্যক্ষ আশরাফ হোসেন চৌধুরী।
স্বরচিত কবিতা পাঠ করেন বাংলা বিভাগের প্রভাষক সালমা খাতুন ও সার্বিক সহযোগিতা ও সংগীত পরিবেশনার কুশীলব হিসেবে কাজ করেছেন আইসিটি
বিভাগের বিভাগীয় প্রধান জাহিদুল ইসলাম। এছাড়াও বৈশাখের ছড়া, কবিতা, গানে অনুষ্ঠানকে মনোমুগ্ধকর তুলেন শ্রুতি কথা দাস, বিশ্বরূপ সাহা মানব,
রাকিবুল ইসলাম চৌধুরী, দীপিকা সেন প্রমূখ।

 

 

—বিজ্ঞপ্তি ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।