নগরীর লামাবাজারের নাসিরাবাদ বিলপার এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে হাজী ইদ্রিস আলী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক যুক্তরাজ্য প্রবাসী আলী আকবর টিটুর অর্থায়নে অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে বিলপার এলাকায় শতাধিক সুবিধা বঞ্চিতদের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন ট্রাস্টের পরিচালক শাহীন আলম জয়। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, পেয়াজ, চিনি, আলু, সেমাই, দুধ, ময়দা সহ বিভিন্ন খাদ্য সামগ্রী ছিল।
এসময় উপস্থিত ছিলেন- ভাতালীয়া জামে মসজিদের মোতাওয়াল্লী কয়েস আহমদ, যুবনেতা শেখ রেজাউল করিম হাসান, সমাজসেবক মোস্তফা মিয়া, শাহরিয়ার আহমদ প্রমূখ।
—বিজ্ঞপ্তি ।