সড়ক দূর্ঘটনায় নিহত ছাত্রদল নেতা পুলক রায়ের পরিবারের পাশে ইমদাদ চৌধুরী
সম্প্রতি এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক পুলক রায়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
সোমবার বিকেলে নিহত ছাত্রদল নেতা পুলক রায়ের বাসায় গিয়ে তার পরিবারের সার্বিক খোঁজ খবর নেন তিনি। পুলক রায়ের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেন ও শোকাহত পরিবারকে সমবেদনা জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার রশিদ চৌধুরী, ২৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক মহানগর বিএনপি নেতা উজ্জল রঞ্জন চন্দ, ১৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক পান্না ঘোষ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, ২৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিনার আলী, ১৫নং ওয়ার্ড বিএনপি নেতা সুমন চক্রবর্তী,
সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মুন্না ঘোষ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজন দেব, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল্লা রাশেদ রাজা, জেলা ছাত্রদল নেতা সাইম আহমেদ, ২৭নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক লিমন আহমদ, সদস্য সচিব নাকিব খান, ১৫নং ওয়ার্ড ছাএদলের আহবায়ক লিমন দেব প্রমূখ।
— বিজ্ঞপ্তি ।।