মেয়র পদে আ.লীগের মনোনয়নপত্র কিনলেন এটিএমএ হাসান জেবুল
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএমএ হাসান জেবুল। সোমবার (১০ এপ্রিল) আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলটির উপদপ্তর সম্পাদক সায়েম খানের হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এরপর এদিনই তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় উপস্থিত ছিলেন- সাবেক ছাত্রনেতা জালাল উদ্দীন আল মাহমুদ বাচ্চু, সাবেক ছাত্রনেতা স্নেহময় চক্রবর্তী, কুতুব উদ্দিন, লিপু আহমদ, মুকটু আহমদ, যুবলীগ নেতা শাহেদ আহমদ, সাবেক ছাত্রনেতা মিটুন দত্ত, যুবলীগ নেতা আব্দুল আহাদ, জুয়েল মনসুর, নজরুল ইসলাম, আব্দুর রহিম, ছাত্রলীগ নেতা রাহুল তালুকদার, মো. আব্দুল হামিদ, সৃজন রায় প্রমুখ।
এর আগে সিসিক নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করতে রোববার রাতে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। গত রোববার থেকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু হয়।
— বিজ্ঞপ্তি ।।