জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষা মেলা সম্পন্ন

প্রাথমিক শিক্ষা বিভাগ সিলেট এর আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে নগরীর দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিলেট জেলার প্রাথমিক শিক্ষা অফিসার শাখাওয়াত এরশেদ এর সভাপতিত্বে ও আম্বরখানা দর্শণ দেউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল আক্তার এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগ এর প্রাথমিক শিক্ষা সিলেট এর উপ-পরিচালক মো. জালাল উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস সিলেট এর শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহাকরী অফিসার ফরিদ উদ্দিন আহাম্মদ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল জলিল তালুকদার, মো. রুমান মিয়া, এ কে এম আনিছুজ্জামান ভূঁইয়া,

 

সহকারী শিক্ষা অফিসার মো. ফারুকুল ইসলাম, লিপিকা রায়, মো. আশরুফুল আলম, দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেগুপ্তা কানিছ আক্তার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফরিদ উদ্দিন আহমদ, শিক্ষক সঞ্জয় কুমার নাথ, নিল কন্ঠ দাশ প্রমুখ।

 

 

=বিজ্ঞপ্তি ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।