যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না ও সিলেট মহানগর যুবদল নেতা আব্দুস সালাম টিপুর মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
মঙ্গলবার বিকেলে নগরীর জিন্দাবাজার থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেকের সভাপতিত্বে, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মুমিন।
মিছিল সমাবেশে যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, তোফাজ্জল হোসেন বেলাল, সোহেল মাহমুদ, নজরুল ইসলাম, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, রায়হান আহমদ, কল্লোল জ্যুতি বিশ্বাস জয়,মোজাহিদ ইসলাম জাহাঙ্গীর, মকসুদুল করিম নোহেল, উসমান গনি, আমিনুল ইসলাম আমিন ও আব্দুলাহ আল মামুন হিরা প্রমূখ।
এছাড়াও মিছিলে মহানগরের ২৭টি ওয়ার্ড, জেলার ১৩ উপজেলা ও ৪টি পৌর কমিটির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন তার বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট সরকার বিএনপির চলমান গণআন্দোলনকে দমিয়ে রাখতে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে অন্যায়ভাবে গ্রেফতার করে কারাগারে আটকে রেখেছে।
একই সাথে সিলেট মহানগর যুবদল নেতা আব্দুস সালাম টিপুকে ষড়যন্ত্রমূলক মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে। হামলা মামলা নির্যাতন চালিয়ে যুবদলকে দমিয়ে রাখার সাধ্য ফ্যাসিস্ট সরকারের নেই। অবিলম্বে আব্দুল মোনায়েম মুন্না ও যুবদল নেতা আব্দুস সালাম টিপু সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।
=বিজ্ঞপ্তি ।