এসএসসি ৮৬ ব্যাচ’র বাংলা বর্ষবরণ ও ঈদ আড্ডা অনুষ্ঠিত

সিলেট বিভাগ এসএসসি ৮৬ ব্যাচ সিলেট এর বাংলা বর্ষবরণ ১৪৩০ ও ঈদ আড্ডা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ মে) সন্ধ্যায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির হলরুমে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট বিভাগ এসএসসি ৮৬ ব্যাচ সিলেট এর আহবায়ক সাবেক ভিপি আব্দুল হানিফ কুটু।

এডমিন রেজিস্ট্রেশন চেয়ার রোটারিয়ান মো. দিলওয়ার হসেইন ও আব্দুল ওয়াদুদ তফাদার এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হুমায়ূন মজিদ টিটু, মিজানুর রহমান, মুছা রেজা চৌধুরী, এনামুল হক চুন্নু, আর টি এম এর ট্রাস্টি ড. আহমেদ আল ওয়ালী, সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক হুরায়রা ইফতার হোসেন, দেবদুলাল পাল, প্রিন্সিপাল আবিদুর রহমান, প্রফেসর হারিস আলী, এডভোকেট সালেহ আহমেদ হীরা,

 

এডভোকেট জোবায়ের বক্ত, এডভোকেট দিলিপ কুমার কর, সাবেক চেয়ারম্যান সহিদুর রহমান, সেলিম আহমেদ, আফিয়া বেগম, নাসিমা খানম খান, আমিনা বেগম, ছন্দা দে, হাসিনা আজহা চৌধুরী শাপলা, আব্দুল কাদির, আতাউর রহমান, ড. শরদিন্দু ভট্টাচার্য, ডিকে জয়ন্ত, আর টি এম এর এমডি ড. নজরুল ইসলাম, সাংবাদিক আব্দুল বাতিন ফয়ছল প্রমুখ।

সভাপতির বক্তব্যে সিলেট বিভাগ এসএসসি ৮৬ ব্যাচ, সিলেট এর আহবায়ক সাবেক ভিপি আব্দুল হানিফ কুটু বলেন, ৮৬ ব্যাচ এর বন্ধুদের সমন্বয়ে বছরব্যাপী উন্নয়নমূলক কর্মকান্ডের সূচনা হলো আজ। আমরা এই ব্যাচের মাধ্যমে সিলেট বিভাগে অসহায় দরিদ্র মানুষের কল্যাণে জনহিতকর কাজ, বৃক্ষরোপন এবং শিক্ষামূলক কর্মকান্ড পরিচালিত করবো ইনশাআল্লাহ।

তিনি আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করে সকল বন্ধুদের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আর টি এম এর ট্রাস্টি ড. আহমেদ আল ওয়ালীকে বিশেষ সহযোগিতার জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

জাতীয় সংগীতের মাধ্যমে সূচীত অনুষ্ঠানে এসএসসি ৮৬ ব্যাচের বন্ধু প্রদীপ দে সহ সিলেটের বিশিষ্ট শিল্পীগণ বৈশাখী ও সিলেটের আঞ্চলিক গান পরিবশেন করেন। এছাড়াও ৮৬ ব্যাচের বন্ধুদের সন্তানদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিলেট বিভাগের ৮৬ বন্ধুদের মধ্যে সরকারী কর্মকর্তা, এডভোকেট, ব্যাংকার, ব্যবসায়ী, শিক্ষক, চাকুরীজীবি সহ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে র‌্যাফেল ড্র ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।

 

 

 

—বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।