সাম্যবাদী দল নেতা ব্রজগোপাল চৌধুরীর গণচীন যাত্রা
বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) এর এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গণচীন সফরে গেছেন। চীন সরকারের আমন্ত্রণে প্রতিনিধি দলটি সপ্তাহব্যাপী সফরকালে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগসহ সরকারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।
সাম্যবাদী দল এর সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়ার নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা হলেন-দলের পলিট ব্যুরোর সদস্য কমরেড সাইফুল ইসলাম, সাম্যবাদী দল এর সিলেট জেলা শাখার সম্পাদক কমরেড ব্রজগোপাল চৌধুরী ও সাম্যবাদী দল এর রাজশাহী সিটির সম্পাদক কমরেড ওমর ফারুক। প্রতিনিধি দল আগামী ৩০ জুলাই দেশে ফিরবেন।
—-বিজ্ঞপ্তি