সুরমা টাইমস ডেস্ক:
চ্যাম্পিয়নস ট্রফি মাঠে গড়াতে বাকি আর মাত্র ৮ দিন। তার আগে পাকিস্তানে শুরু হয়েছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। যেখানে অংশ নিচ্ছে স্বাগতিক পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি হিসেবে এই সিরিজ নতুন করে ফিরিয়ে আনছে প্রায় হারিয়ে যাওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ঐতিহ্য।
এই সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজল্যান্ডের বিপক্ষে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা। যেখানে আগে ব্যাট করতে নেমে অভিষেক হওয়া ম্যাথিউ ব্রিটজকের ১৫০ রানের দুদার্ন্ত ইনিংসে ভর করে ৩০৪ রানের সংগ্রহ পায় প্রোটিয়ারা।
আর দুদার্ন্ত এই ইনিংস খেলে ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন প্রোটিয়া এই ব্যাটার।
ম্যাথিউ ব্রিটজকে ও হেইন্সের পর অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ড আছে আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ (১২৭ রান – প্রতিপক্ষ আয়ারল্যান্ড), দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রাম ( ১২৪ রান – প্রতিপক্ষ জিম্বাবুয়ে ) ও হংকংয়ের মার্ক চ্যাপম্যানের (১২৪ রান – প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত)।
ব্রিটজকে ওপেনিংয়ে নেমে প্রথম ৬৮ বলে করেছেন ফিফটি। ১০০ তে পৌঁছুতে খেলেছেন ১২৮ বল।
কিন্তু পরের ৫০ করতে খেলেছেন মাত্র ১৯ বল। ১৪৭ বলে ১৫০ করেই নিজের নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়।
১১ চার এবং ৫ ছক্কায় নিজের রেকর্ডগড়া ইনিংস সাজিয়েছেন তিনি। অবশ্য দেড় শ পূরণের পরেই আউট হয়েছেন তিনি। ম্যাট হেনরির ব্যাক অব দ্য লেন্থ বলে মিডঅফে মিচেল ব্রেসওয়েলকে দিয়েছেন ক্যাচ।