সুরমা টাইমস ডেস্ক:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু বলেছেন- নাজুক অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে শ্রমিকদের, চরিত্রহীণ, স্বার্থান্বেষী, ধোকাবাজ নেতৃত্বের পিছনে না ঘুরে খোদাভীরু, সৎ ও আদর্শ দেশপ্রেমিক নেতৃত্ব গড়ে তুলতে হবে। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি রোববার বিকেলে শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের হাসপাতাল থানা পশ্চিমের আওতাধিন পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ফেডারেশনের হাসপাতাল থানা পশ্চিমের সভাপতি মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ নয়ন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া।
বক্তব্য রাখেন- ফেডারেশনের হাসপাতাল থানা পশ্চিমের সভাপতি মোঃ আবদুস সাত্তার, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি সৈয়দ মোঃ তারেক, থানার সহ সভাপতি মোঃ জাবেদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম অর্থ সম্পাদক মোঃ রইছ উদ্দিন ও কার্যকরী সদস্য নিজাম উদ্দিন প্রমূখ।
পার্কভিউ শাখার ২০২৫-২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন এডভোকেট জামিল আহমদ রাজু।
কমিটিতে কমিটিতে মোঃ কামাল উদ্দিন সভাপতি, আবু তাহের সহ সভাপতি, মোসাদ্দেক আহমদ চৌধুরী সহ সভাপতি, মোঃ নয়ন ইসলাম সাধারণ সম্পাদক, অমিত দাস সহ সাধারণ সম্পাদক, টিপন আলী সাংগঠনিক সম্পাদক, রাহিম উদ্দীন সহ সাংগঠনিক, নিজাম উদ্দিন কোষাধ্যক্ষ,
রাজ আহমদ সহ-কোষাধ্যক্ষ, সোহাগ আহমদ প্রচার সম্পাদক, শাহাদাত হোসেন ক্রিড়া সম্পাদক, আবু জাফর রানা সহ ক্রীড়া সম্পাদক, জাফর আহমদ সমাজ কল্যাণ সম্পাদক, নানু মিয়া সহ সমাজ কল্যাণ সম্পাদক, সদস্য বাবুল মিয়া, রুবেল আহমদ, ইসরাফ আলী, শাহাব উদ্দিন, আব্দুর রহিম, মহিলা সম্পাদিকা মারুফা বেগম, সহ মহিলা সম্পাদিকা লিপি বেগম ও স্বপ্না বেগম প্রমূখের নাম ঘোষণা করা হয়।