সুরমা টাইমস স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক তামিমের অর্ধশতকে ২২.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগার যুবারা। টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই টাইগার পেসার মারুফ মৃধা চক্রে পথ হারায় পাকিস্তান। নিজের প্রথম দুই ওভারেই পাকিস্তানের দুই ওপেনারকে আউট করেন তিনি। এরপর বল হাতে চারটি উইকেট নিজের করে নেন ইকবাল হোসেন। পাকদের হয়ে সর্বোচ্চ ৩১ রানের ইনিংস খেলেন ফারহান ইউসুফ। ছোট লক্ষ্যে রান তাড়ায় নেমে দলীয় ২০ রানে ফেরেন টাইগার ওপেনার কালাম সিদ্দিকী। ১৪ বল খেলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন তিনি। এরপর আরেক ওপেনার জাওয়াদ আবরারকে দ্রুতই হারায় বাংলাদেশ। তবে তাতে জয়ের জন্য বেগ পেতে হয়নি টাইগারদের। তিনে ব্যাট করতে নামা অধিনায়ক তামিমের ৬২ রানের অপরাজিত ইনিংসের সুবাদে আরও এক উইকেট হারালেও সহজেই জিতে যায় টাইগার যুবারা। ফাইনালে বাংলাদেশের যুবাদের প্রতিপক্ষ ভারত।
- গোলাপগঞ্জ থেকে নবীগঞ্জের চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- প্রথমবার প্রেক্ষাগৃহে মেহজাবীন