ভারতকে নিয়ে শহীদ আফ্রিদির বিস্ফোরক মন্তব্য

সুরমা টাইমস ডেস্ক :

ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় কোনো ধরনের প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করায় তীব্র সমালোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তিনি এক বিবৃতিতে বলেন, এ ধরনের অভিযোগ ‘দুঃখজনক ও অযৌক্তিক’।

আফ্রিদি বলেন, ‘ভারত খুব দ্রুত পাকিস্তানকে দায়ী করেছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কাশ্মীরে প্রাণহানির ঘটনায় আমরা শোকাহত, কিন্তু এই ঘটনায় পাকিস্তানকে দায়ী করার মতো কোনো ভিত্তি নেই।

 

তিনি পাকিস্তানে বেড়ে চলা সন্ত্রাসী হামলারও নিন্দা জানান এবং বলেন, ‘এই ধরনের সহিংসতা যেকোনো জায়গায় ঘটুক না কেন, মানবিক দৃষ্টিকোণ থেকে তা দুঃখজনক।’

আফ্রিদি দ্বিপাক্ষিক উত্তেজনা নিরসনে কূটনৈতিক সংলাপকে একমাত্র পথ হিসেবে দেখছেন। তার মতে, ‘সংলাপই আমাদের সমস্যার সমাধান। পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে সংঘাত কোনো পক্ষের জন্যই লাভজনক নয়।

 

ক্রিকেটের মতো খেলাধুলা যেন এই উত্তেজনার শিকার না হয়—এমন আহ্বানও জানান তিনি। ‘খেলাকে রাজনীতির বাইরে রাখতে হবে।

ক্রিকেট দুই দেশের মানুষের আবেগের জায়গা, এটা যেন দ্বন্দ্বের কারণ না হয়,’—বলেন আফ্রিদি।

সম্প্রতি পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত হন।

 

এরপর ভারত পাকিস্তানকে দায়ী করে বিভিন্ন কঠোর পদক্ষেপ নেয়—যেমন পানিবণ্টন চুক্তি স্থগিত, সীমান্ত বন্ধ, কূটনৈতিক সম্পর্ক নিম্ন পর্যায়ে নামিয়ে আনা এবং পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল।

পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতের কূটনীতিকদের বহিষ্কার করেছে, সীমান্ত বন্ধ করেছে এবং ভিসা বাতিলের ঘোষণা দিয়েছে।

 

ইসলামাবাদ জানিয়েছে, ইন্দাস নদীর পানি সরবরাহ বন্ধ করার চেষ্টা করা হলে, তা ‘যুদ্ধ ঘোষণার’ শামিল হবে।

এছাড়াও, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ভারত সফর নিয়ে নানা হুমকির মুখোমুখি হওয়ার কথা স্মরণ করেন আফ্রিদি।

‘আমি তখন পাকিস্তান দলের অধিনায়ক ছিলাম। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত জানতাম না ভারত সফরে যেতে পারবো কিনা।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।