কৌতূহল আর উদ্যোগে জিতলেন ডায়ানা অ্যাওয়ার্ড, জাবির শাওন

সুরমা টাইমস ডেস্ক : শাওন মাহমুদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের একজন উদ্যমী শিক্ষার্থী, ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি গভীর কৌতূহল নিয়ে বড় হয়েছেন। মেঘ কীভাবে ভাসে, তারার প্রকৃত রূপ কী—এমন সব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি এক সময় গবেষণাপত্র পড়া আর ডায়েরিতে নতুন আবিষ্কারের নোট নেওয়ার অভ্যাস গড়ে তোলেন।

 

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর শাওন অনুভব করেন, কৌতূহলকে বাঁচিয়ে রাখার জন্য একটি প্ল্যাটফর্মের প্রয়োজন। সেই ভাবনা থেকেই তিনি তৈরি করেন ফেসবুক গ্রুপ ‘বিজ্ঞানপ্রিয় পরিবার’। গ্রুপটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। এখানে হাজারো মানুষ বিজ্ঞান নিয়ে আলোচনা করেন এবং নতুন কিছু শিখতে জড়ো হন।

 

শাওনের এই উদ্যোগের জন্য এ বছর তিনি পেয়েছেন ডায়ানা অ্যাওয়ার্ড। এটি আন্তর্জাতিকভাবে তরুণদের উদ্ভাবনী ও সামাজিক অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।

 

তবে শাওনের পথচলা সহজ ছিল না। অনেকেই বিজ্ঞানপ্রিয় গ্রুপে করা প্রশ্নগুলোকে অবান্তর বলে সমালোচনা করতেন। সমালোচনার জবাবে তিনি চালু করেন ‘শিখি ও শেখাই’ নামের একটি অনলাইন ক্যাম্পেইন। তাঁর বিশ্বাস, কোনো প্রশ্নই অবান্তর নয়। এক বছরে এই ক্যাম্পেইনে দৈনন্দিন বিজ্ঞানের প্রায় আড়াই লাখ প্রশ্ন আসে। মজার বিষয়, যারা প্রশ্ন করতেন, তারাই গবেষণাপত্র ঘেঁটে অন্যদের প্রশ্নের উত্তর খুঁজে দিতেন।

 

শিশু-কিশোরদের সৃজনশীলতা ও গবেষণায় আগ্রহ বাড়াতে শাওন চালু করেন ‘নেবুলা’ নামের একটি ই-ম্যাগাজিন। স্কুলশিক্ষার্থীদের লেখা বিজ্ঞানভিত্তিক প্রতিবেদন ও নিবন্ধ নিয়ে এটি প্রতিবছর ২১ ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এখন পর্যন্ত দুইটি সংখ্যা প্রায় আড়াই লাখবার ডাউনলোড হয়েছে।

 

২০২২ সালে শাওন শুরু করেন ‘প্রজেক্ট প্রাচি’, যার লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৩০ হাজার পরিবারের অন্তত একজন সদস্যকে প্রাথমিক চিকিৎসায় দক্ষ করে তোলা। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে দুই শতাধিক শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

 

তিন বছরের মধ্যে শাওনের ‘বিজ্ঞানপ্রিয় পরিবার’ প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন প্রায় ১০ লাখ মানুষ। এটি এখন শুধু একটি অনলাইন গ্রুপ নয়, বরং বাংলাদেশে বিজ্ঞানচর্চার একটি শক্তিশালী মঞ্চ। শাওন মাহমুদের এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানচর্চায় অনুপ্রাণিত করবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।