আরশকে নিয়ে মুখ খুললেন তানিয়া

সুরমা টাইমস বিনোদন ডেস্ক :  ছোট পর্দার হাল সময়ের ব্যস্ত দুই অভিনয়শিল্পী আরশ খান ও তানিয়া বৃষ্টি। একসঙ্গে জুটি বেঁধে অনেক নাটকে অভিনয় করেছেন তারা। তবে অনেকদিনের গুঞ্জন, একটা সময় তারা নাকি চুটিয়ে প্রেম করেছেন। এদিকে তাদের মধ্যকার সম্পর্কে যে ফাটল ধরেছে তা তাদের সাম্প্রতিক কাদা ছোড়াছুড়িতেই স্পষ্ট হয়ে যায়। সমপ্রতি বিভিন্ন সাক্ষাৎকারে একে ওপরকে আক্রমণ করে কথা বলেছেন আরশ-তানিয়া। গুঞ্জন রটেছে, তানিয়া নাকি বলেছেন আরশের ক্যারিয়ার শেষ করে দেবেন! বিষয়টি নিয়ে সম্প্রতি এ অভিনেত্রী মুখ খুলেছেন। তিনি বলেন, আরশ যখন তার ক্যারিয়ার শুরু করে তখন থেকেই আমি তার সঙ্গে কাজ করেছি। আমি নিজে যেখানে সিন্ডিকেটের শিকার, সেখানে আরও একটা মানুষের ক্যারিয়ার নিয়ে এগুলো করবো, সেটা চিন্তাই করতে পারি না। তানিয়া বলেন, আরশের সঙ্গে শুরু থেকেই আমি ছিলাম। যখন ওকে কেউ চিনতো না, নিউ কামার। তখন থেকে ওকে সাপোর্ট দিতে থাকি। তার কথায়, আমার যদি কোনো কাজ আসে, সেটা আমি আরশের সঙ্গে শেয়ার করেছি। শেয়ার করার পরে হয়তো বলেছি, তোমার কাছে ধরো একটা টাইম আছে সাতদিনের বা পাঁচদিনের, অন্য কাউকে নিয়ে দেখতে পারো যাতে তুমিও না ফাঁসো, আমিও না ফাঁসি- এসব কথাবার্তা আমার সঙ্গে হয়েছে। আরশের উদ্দেশ্যে তানিয়া বলেন, তোমার সঙ্গে যেটা আলোচনা করেছি, এখন তুমি যদি বলো ক্যারিয়ার নষ্ট করতে চাচ্ছি, তুমি নিমকহারাম ছাড়া কিছুই না। তানিয়া বলেন, আরশ এমনও করেছে আমার কালকে শুট আর আজকে ও প্যাকআপ করেছে। আরশ এটা কখনো বলতে পারবে না, আমি কখনো আরশের শুটিং এভাবে নষ্ট করে দিয়েছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।