জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে অতর্কিত হামলায় বৃদ্ধ নিহত হওয়ার ঘটনায় ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতেউ তাজপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন-বাগময়না তাজপুর গ্রামের মৃত আবুল বশরের ছেলে জামিল মিয়া (২২), একই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রিপন মিয়া (৪০), মৃত আব্দুল মোনাফের ছেলে আনসার মিয়া (৭০), আব্দুল আহাদের ছেলে শাহ আলম (১৯)।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আখন্দ বলেন, মসজিদ কমিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে বৃদ্ধ নিহত হওয়ায় ঘটনায় ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদের বুধবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে নিহত সুজাত উল্লার মরদেহ ময়নাতদন্তের শেষে বুধবার বিকাল ৪টা ৪০মিনিটের দিকে রানীগঞ্জ টুলপ্লাজা জামে মসজিদের সামনে জানাজা শেষে বাগময়না-তাজপুর রসুলপুর গ্রামের কবর স্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার বাগময়না-তাজপুর রসুলপুর গ্রামের হযরত শাহজালাল জামে মসজিদ ও মরহুম হাজী মো. খুশি মিয়া হিফজ শাখার পরিচালনা কমিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নিয়ে বাগময়না-তাজপুর গ্রামের মোল্লা আব্দুল আজিরের নেতৃত্বে প্রতিপক্ষের উপর অতর্কিত হামলা করা হয়। এসময় দুই পক্ষের মধ্যে প্রায় ঘন্টাব্যাপী সংর্ঘষ হয়। এতে সুজাত উল্লাহ নিহত হন।