হোমল্যান্ড লাইফ এখন যেন ‘হায় হায় কোম্পানি’

সুরমা টাইমস ডেস্ক : দুর্নীতি আর অনিয়মে ভরপুর হোমল্যান্ড লাইফ ইন্সুইরেন্স কোম্পানী । কয়েক হাজার গ্রাহকের বিমা দাবির টাকা পরিশোধ করতে পারছে না কোম্পানিটি। সরকারের বিপুল পরিমাণ ভ্যাট-ট্যাক্সও বাকি। জীবন বিমা কোম্পানিটির অনিয়ম ও দুর্নীতি নিয়ে সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে একটি অভিযোগও জমা পড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হোমল্যান্ড লাইফে গ্রাহকদের বিমা দাবি পাওনা ৯০ কোটি ৫১ লাখ টাকা। এই বিমা দাবি কোম্পানিটি পরিশোধ করতে পারছে না। কোম্পানির বিজিটিবি (সরকারি বন্ডে বিনিয়োগ) রয়েছে ৬১ কোটি ৬৭ লাখ এবং স্থায়ী সম্পদ রয়েছে ৭ কোটি ৯০ লাখ টাকা। এর বাইরে তেমন কোনো সম্পত্তি নেই। ‘হায় হায়’ কোম্পানিতে পরিণত হতে খুব বাকি নেই হোমল্যান্ডের।
বিমা গ্রাহকদের বিপুল পরিমাণ দাবির টাকা পরিশোধ না করার পাশাপাশি কোম্পানিটি সরকারের পাওনা ভ্যাট ও ট্যাক্সও দিচ্ছে না। ২০১৫ সাল থেকেই কোম্পানিটি ঠিকমতো ভ্যাট-ট্যাক্স দেয় না। এ বাবদ কোম্পানিটির কাছে সরকারের পাওনা দাঁড়িয়েছে ৩২ কোটি ৯৫ লাখ টাকা। এর মধ্যে ভ্যাট ৫ কোটি ৫১ লাখ এবং ট্যাক্স ২৬ কোটি ৪৩ লাখ টাকা।

বিমা গ্রাহকদের দাবির টাকা পরিশোধ করতে আমরা কয়েকজন কোম্পানির কাছে আবেদন করেছিলাম। কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয়নি। গ্রাহকদের বিমা দাবির টাকা পরিশোধ করা হচ্ছে না।- হোমল্যান্ড লাইফের জিএম মো. শহিদুল ইসলাম

গত মার্চে হোমল্যান্ড লাইফের ৪৩ জন সিনিয়র উন্নয়ন কর্মকর্তা ৩৯ হাজার গ্রাহকের ৮০ কোটি টাকার বিমা দাবির চেক দেওয়ার জন্য কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেন। আবেদনে তারা উল্লেখ করেন, প্রায় ৫-৭ বছর ধরে গ্রাহকরা এসবি, মেয়াদোত্তর ও মৃত্যু দাবির চেক পরিশোধ না করায় উন্নয়ন কর্মকর্তারা অফিসে যেতে পারছেন না। ফলে ব্যবসার অবস্থা ভয়াবহ রূপ ধারণ করেছে। কোম্পানির শত শত কর্মী নিষ্ক্রিয়। যার কারণে হাজার হাজার পলিসি তামাদি। ফলে নবায়ন প্রিমিয়ামের হার শূন্যের কোঠায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।