নবমী ও দশমী পুজা শেষ, আজ সিঁদুর উৎসব, প্রতিমা নিরঞ্জন

বাপ্পী চৌধুরী ::

 

আজ শারদীয় দুর্গোৎসবের শেষ দিন, বিজয়া দশমী। সনাতন ধর্মাবলম্বী বিশ্বাস মতে ঘোড়ায় চড়ে মর্ত্য ছেড়ে আজ কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন দেবী দুর্গা।

 

প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবের আজ সমাপ্তি ঘটবে।

সকালে হবে দশমীর  বিহিত পূজা। পূজা শেষে দর্পণ ও নিরঞ্জন । শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটির দিন।

 

 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার থানা ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ কুমার দেব ও সাধারণ সম্পাদক চন্দন দাশ সাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে আজ দুপুর ২ টা থেকে ঐতিহাসিক চাঁদনীঘাটে বরাবরের মত প্রতিমা নিরঞ্জন কার্যক্রম শুরু হবে।

 

এতে প্রতিমা নিয়ে আসার সময় শান্তি শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানানো হয়। এসময় বাদ্যযন্ত্র সহকারে প্রতিমা নিরঞ্জনে আসা গেলেও কোনো রকম রং, ময়দা, পটকা ব্যবহার নিষিদ্ধ করা হয় এবং ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি যথাযথ সম্মান পূর্বক ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে বাদ্যযন্ত্র নিয়ন্ত্রণ রাখতে অনুরোধ করেন নেতৃবৃন্দ।

শাস্ত্রমতে, নবমীতেই দেবী দুর্গা রুদ্ররূপ ধারণ করে বধ করেছিলেন মহিষাসুরকে।

 

গতকাল রাতে মন্দির, মণ্ডপে যেন মিলেমিশে গেছে আনন্দ-বেদনা। দেবীর বন্দনায় ছিল ভিন্ন এক আবহ। পূজার উদ্‌যাপন আর দেবীকে বিদায়ের সুর বেজেছে ভক্তের হৃদয়ে।

 

সকালে কল্পারম্ভ ও বিহিত পূজার মাধ্যমে শুরু হয় নবমীর আনুষ্ঠানিকতা। পূজা শেষে ভক্তরা দেবীর চরণে অঞ্জলি নিবেদন করেন।

এদিন মাকে বিদায় জানাতে দূর্গা বাড়িতে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে।

দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে মনোজগতের আসুরিক প্রবৃত্তি, সমাজ ও রাষ্ট্রের অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জাগরণে প্রার্থনা করা হয়।

মহানবমীতে মন্দিরে ভক্তের ঢল নামে। হাজার হাজার হিন্দু ভক্ত ও বিভিন্ন সম্প্রদায়ের লোকজন মন্দিরে মন্দিরে দেবী দর্শনে আসেন ।

তাছাড়া, বিজয়া দশমীতে বিভিন্ন পূজা মণ্ডপ গুলিতে দশমীর পূজা শেষে সিঁদুর খেলায় মেতে উঠবেন মহিলারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।