নিজস্ব প্রতিবেদকঃঃ
জকিগঞ্জের বারঠাকুরীর সোনাসার এলাকার বাসিন্দা ইন্সুরেন্স কর্মকর্তা ফয়সল আহমদ তাফাদারের বিরুদ্ধে বিয়ের নামে প্রতারণাসহ নানা অভিযোগ করেছেন নগরীর মাছিমপুরের বাসিন্দা সাকিব হাসান। গতকাল রোববার সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাকিব হাসান বলেন, স্ত্রী ও তিন সন্তান থাকা সত্ত্বেও পপুলার লাইফ ইন্সুরেন্সের জিন্দাবাজার কার্যালয়ের এই কর্মকর্তার লালসার শিকার হতে হয়েছে তার বোন তামান্না আক্তারকে।
আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তার বোনকে জোরপূর্বক অপহরণ করে সম্ভ্রমহানী করেন। এক পর্যায়ে বিয়ে করলেও ভুয়া কাবিননামা সম্পাদন করেন।
অবশ্য গত ১৩ই ফেব্রুয়ারি অপারেশন ডেভিল হান্টে ফয়সল আহমদ তাফাদার কোতোয়ালি থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বলেও জানান তিনি।
সাকিব বলেন, ২০২১ সালে তার ছোটবোন তামান্না আক্তার সীমান্তিক ইন্সটিটিউটে শিক্ষার্থী থাকাকালে ফয়সল আহমদের কুদৃষ্টিতে পড়ে।
পপুলার লাইফ ইন্সুরেন্সের ফিল্ডকর্মী তাদের এক প্রতিবেশীর মাধ্যমে তার বোনের মোবাইল নম্বর পেয়ে উত্যক্ত করতে থাকে।
এ ব্য়াপারে তারা প্রতিবাদ করলে ফয়সল আহমদ নিজেকে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা পরিচয় দিয়ে তার কাছে বিয়ে না দিলে হত্যার হুমকী দেয় ।
এ ব্যাপারে তার বাবা থানায় মামলা করতে গেলে ফয়সল তাফাদারের ইশারায় পুলিশ মামলা নেয়নি।