ওসমানীনগরে দূর্গাপুজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সুরমা টাইমস ডেস্কঃঃ
সিলেটের ওসমানীনগরে হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দূর্গোৎসব পালনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২রা অক্টোবর (বুধবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার অনুপমা দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভিন, সেনাবাহিনীর ক্যাপ্টেন মুবীন, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক,
উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি চয়নপাল, সাধারণ সম্পাদক শংকর সেন, ওসমানীনগর প্রেসক্লাব সভাপতি শরীফ আহমদ, উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, স্বাস্থ্য কর্মী গোলামা কিবরিয়া উপজেলা এল.জি.ইডি অফিসার আব্দুল্লাহ আল মামুন, সমাজ সেবা অফিসার জয়তি দত্ত,
প্রকল্প বাস্তাবায়ন অফিসার সুহেল রানা , আনছার ও ভি.ডিপি অফিসার আবু সাইদ, পল্লী বিদ্যুৎ অফিসের ডি.জিএম নাইমুল ইসলাম। ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল হক সানি, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে কর্মরত সুব্রত সরকার, তথ্য অফিসার শাহরিন সুতানা, সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং সার্বজনীন ও ব্যাক্তিগত ৩৯ টি পূজা মন্ডপের দ্বায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দূর্গাৎসব নির্বিগ্নে পালনে আইনশৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসনসহ প্রতিটি মন্ডপ ‘ক্লোজড সার্কিট ক্যামেরা’ সিসি ক্যামেরার আওতায় আনার বিষয়ে ব্যায়াপক আলোচনা করা হয়।