ডাকাত দলের হাতে গৃহকর্তা খুন:দুই জনের যাবজ্জীবন,চার জনের ১০ বছর কারাদণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি::

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ডাকাতিকালে ডাকাত দলের হাতে গৃহকর্তা খুনের মামলার রায়ে ডাকাত দলের দুই সদস্যকে যাবজ্জীবন ও অপর চার সদস্যকে ১০ বছরের কারাদন্ড রায় দিয়েছেন বিজ্ঞ আদালতের বিচারক।

গতকাল বুধবার সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ (১ম আদালত)’র বিজ্ঞ বিচারক তেহসিন ইফতেখার এই রায় ঘোষণা করেন। একই রায়ে দন্ডপ্রাপ্ত আসামীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন- জেলার শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের দরগাপাশা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে লালন মিয়া (৩৪) একই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে নাজমুল আলী (৪০)।

একই রায়ে একই মামলায় ১০ বছরের কারাদন্ড প্রাপ্তরা হলেন-জেলার দরগাপাশা গ্রামের আলিম উদ্দিনের ছেলে মনফর (৪৫), গেদাউল্লার ছেলে জাহান (৩৫), আফতর উল্লার ছেলে আব্দুল হাই (৩৫), আমির উদ্দিনের ছেলে ইয়াহিয়া (৩৫)।

গতকাল বুধবার সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ (১ম আদালত)’র আইনজীবী ও মামলা সুত্রে জানা যায়, ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর দিবাগত রাতে জেলার শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের দরগাপাশা হাবিব আলীর বাড়িতে ডাকাতিকালে ডাকাতদলের সদস্যরা নির্মমভাবে গৃহকর্তা হাবিব আলীকে খুন করে।

পরদিন নিহত হাবিব আলীর ছেলে নজির আলীর বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় ডাকাতি তৎসহ হত্যা মামলা দায়ের করেন।

গতকাল বুধবার রাতে বাদী পক্ষে মামলা পরিচালনাকারি আইনজীবী এপিপি অ্যাডভোকেট সোহেল আহমদ ছইল মিয়া ওই রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।