ঢাকায় আইডিইবি ভবনে হামলার প্রতিবাদে সিলেট জেলা কমিটির নিন্দা

গত ২৮ অক্টোবর শনিবার ঢাকায় পুলিশের সাথে একটি রাজনৈতিক দলের সংঘর্ষের প্রাক্কালে কতিপয় দুস্কৃতিকারী ও সন্ত্রাসী, রাজনৈতিক কর্মসূচির নামে উদ্দেশ্য প্রণোদিত ও জোর পূর্বক ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কেন্দ্রীয় ভবন ১৬০/এ কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রবেশদ্বার ভেঙে ভেতরে রাখা দুটি গাড়ীতে আগুন দেয় এবং ভবনের কাঁচের দরজা, জানাল ও বিভিন্ন আসবাবপত্র ভেঙ্গে ব্যাপক ক্ষতিসাধন করে।

আইডিইবি একটি বৃহৎ পেশাজীবী ও অরাজনৈতিক সংগঠন এবং উক্ত ভবনে বিভিন্ন সরকারী অফিস বিদ্যমান রয়েছে। তথাপি আন্দোলের নামে এমন হিংসাত্মক ও ন্যাক্কারজনক কার্যকলাপে আমরা মর্মাহত। উক্ত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েন আইডিইবি সিলেট জেলা নির্বাহী কমিটির নেতৃবৃন্দ। এহেন ঘটনায় দোষীদের দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতৃবৃন্দ।

 

 

—বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।