ফটো সাংবাদিক মামুনের মোটরসাইকেল ভাঙচুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নিন্দা
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সদস্য ও দৈনিক খবরের কাগজের ফটো সাংবাদিক মামুন হোসেনের মোটরসাইকেল ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম।
পেশাগত দায়িত্বপালন কালে ফটো সাংবাদিক মামুন হোসেনের মোটর সাইকেল ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রোববার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এ ধরনের ঘটনা খুবই উদ্বেগজনক। নেতৃবৃন্দ হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, ফটো সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির সংবাদ সংগ্রহ করে তা জনগণের সামনে উপস্থাপন করেন। তাদের এ দায়িত্ব পালনকালে তাদের ওপর আক্রমনের ঘটনা বা নিরাপত্তা বিঘ্নিত হওয়া মোটেই কাম্য নয়।
এসোসিয়েশনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন পেশাগত দায়িত্ব পালনে ফটো সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সকল রাজনৈতিক দল ও নিরাপত্তা বাহিনী আন্তরিকতার পরিচয় দেবে।
প্রসঙ্গত, রোববার সকালে বিএনপির ডাকা হরতাল চলাকালে সিলেট নগরীর দরগাহ গেইট এলাকায় সংবাদ সংগ্রহকালে এসোসিয়েশনের সদস্য ও দৈনিক খবরের কাগজের ফটো সাংবাদিক মামুন হোসেনের সাইকেল ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।
—বিজ্ঞপ্তি ।।