নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ—এ ১৮ জুলাই ২০২৩ থেকে তিনদিন ব্যাপী এডমিশন ফেয়ার শুরু
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ—এ সামার—২০২৩ সেমিস্টারে ছাত্র—ছাত্রী ভর্তির জন্য ১৮ জুলাই ২০২৩ থেকে এডমিশন ফেয়ার শুরু হয়েছে যা ২০ জুলাই ২০২৩ পর্যন্ত চলবে।
তিনদিন ব্যাপী এডমিশন ফেয়ারের ১ম দিন সকাল ১০ঃ৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস ফিতা কেটে বর্ণাঢ্য আয়োজনে এডমিশন ফেয়ারের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হিউমিনিটিজ এন্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ডাঃ রঞ্জিত কুমার দে, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর মোঃ হারুনুর রশীদ, রেজিস্ট্রার মোঃ শাহজাদা আল সাদিকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন এডমিশন ফেয়ার আয়োজক কমিটির আহবায়ক, সহকারী অধ্যাপক মোঃ শামসুল কবির। উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ অভিভাবকদের আর্থিক সক্ষমতা বিবেচনা করে এই এডমিশন ফেয়ারে শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে বিভিন্ন আর্থিক সুবিধা দিচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন সকল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী এডমিশন ফেয়ারে প্রদত্ত এই সুবিধা গ্রহণ করতে পারবেন।
সকাল ১০টা থেকে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ—এর শেখঘাটস্থ ক্যাম্পাস ছাত্র—ছাত্রী ও অভিবাকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। ভর্তি মেলায় বিভিন্ন বিভাগের প্রধানগণ ভর্তিচ্ছু ছাত্র—ছাত্রী ও তাদের অভিবাবকবৃন্দকে স্বাগত জানান এবং নিজ নিজ বিভাগ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।
এডমিশন ফেয়ার প্রতিদিন সকাল ১০.০০ ঘটিকা থেকে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত চলবে।
—বিজ্ঞপ্তি ।।