কানাইঘাট ধনমাইরমাটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট দিঘীরপাড় ইউনিয়নের ধনমাইরমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির অভিষেক অনুষ্ঠান গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্কুল ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি সাংবাদিক হাফিজ আহমদ সুজনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম আইয়ুবীর পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ সভাপতি ইউপি সদস্য আবুল কালাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলিম উদ্দিন। বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আইয়ুব আলী, সদস্য আব্দুর রহিম, আব্দুল লতিফ, ফয়েজ উদ্দিন, সংবাদকর্মী ফখরুজ্জামান ফারুকী, সমাজসেবী আব্দুল মন্নান ময়না।
অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল বলেন, শিক্ষার মূল বুনিয়াদ হচ্ছে প্রাথমিক শিক্ষা। শিক্ষকরা নিষ্ঠার সাথে পাঠদান করালে ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্যরা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করলে এবং অভিভাবকরা আরো সচেতন হলে প্রাথমিক পর্যায়ের কোমলমতি শিক্ষার্থীরা প্রাথমিক বিদ্যালয়ের গন্ডী পেরিয়ে আগামী দিনের সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হবে। শিক্ষার পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, সাংষ্কৃতিক কর্মকান্ড, খেলাধুলায় উৎসাহিত করার জন্য তিনি শিক্ষকদের প্রতি আহŸান জানান।
অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহনাজ আক্তার, সুহানা আক্তার, সুহানা বেগম, সমাজকর্মী ইব্রাহিম আলী, তাজ উদ্দিন, আব্দুল মালিক, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, সাহাব উদ্দিন, রুহুল আমিন, কালা মিয়া, জাহেদ আহমদ, মোহাম্মদ আলী তুহিন, তারেক আহমদ, আব্দুল্লাহ মিয়া, আজির উদ্দিন সহ বিপুল সংখ্যক অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে বিদ্যালয় ম্যানের্জি কমিটির নবনির্বাচিত পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অভিভাবকদের পক্ষ থেকে ম্যানেজিং কমিটির সদস্যদের মাল্যভ‚ষিত করা হয়। ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ধনমাইরমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শিক্ষার দিক থেকে উপজেলার মধ্যে একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত করতে শিক্ষকবৃন্দ ও অভিভাবকদের নিয়ে তাদের দায়িত্ব পালন করে যাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।