সিলেটে ভারতীয় চকলেট মাইক্রোবাসসহ ০৩ জন আটক

স্টাফ রিপোর্টার ::

সিলেট সীমান্তে থেমে নেই চোরাচালান বানিজ্য, প্রতিদিনই আটক হচ্ছে লক্ষ লক্ষ টাকার ভারতীয় পণ্য। সিলেটের গোয়াইনঘাট জৈন্তাপুর কোম্পানীগঞ্জ কানাইঘাট ও জকিগঞ্জ সীমান্ত দিয়ে প্রতি রাতেই দেশে প্রবেশ করছে কোটি কোটি টাকার ভারতীয় পণ্য চিনি, কসমেটিক্স মাদকসহ নানান চোরাই পণ্য।

সিলেট শাহপরাণ (রহঃ) থানা পুলিশ কর্তৃক ৯, ৯৯, ০০০/- (নয় লক্ষ নিরানব্বই হাজার) টাকার ভারতীয় চকলেটসহ ১টি মাইক্রোবাস আটক ৩জন চোরাকারবারীকে গ্রেফতার করেছে।

 

গত শনিবার রাত সাড়ে দশটায় শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই(নিঃ) মোঃ সাজিব হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শাহপরাণ (রহঃ) থানাধীন বটেশ্বর জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সামনে পাকা রাস্তার উপরে চেকপোস্ট করাকালে ১০.৪০ ঘটিকায় একটি নীল রঙের হাইয়েস মাইক্রোবাস ও ভারতীয় চকলেট সহ ০৩ (তিন) জন‘কে গ্রেফতার করা হয়।

আটককৃত মালামাল:-

১টি নীল রঙের হাইয়েস মাইক্রোবাস (মূল্য: প্রায় ২০ লাখ টাকা)

 

৭৮টি কার্টুনে থাকা ভারতীয় চকলেট (৩ ধরণের)

3D BURSTING BALL – ১,০০,৮০০ পিস

Alioth 3D BURSTING BALL – ৭,৮০০ পিস

Arabin garden gummy Avengers 3D BURSTING BALL – ১৩,২০০ পিস

এই চোরাচালানকৃত চকলেটের আনুমানিক মূল্য ৯,৯৯,০০০ টাকা।

গ্রেফতারকৃত আসামীরা হলো:-

১। মোঃ নবী হোসেন (২০), পিতা- মোঃ তৈয়ব আলী, মাতা- মোছাঃ রিনা বেগম, সাং- স্টাপ কোয়ার্টাস রানী মহল, রোড নং-৬৭, (উসমান আলীর বাড়ীর ভাড়াটিয়া), থানা-ডেমরা, জেলা- ঢাকা,

২। মোঃ আমিনুল ইসলাম (৩২) (ড্রাইভার), পিতা- মোঃ নবী হোসেন, মাতা- মোছাঃ আম্বিয়া খাতুন, সাং- চরকোমর ভাঙ্গা পুরাতন মোড়লবাড়ী, থানা- নান্দাইল, জেলা-ময়মনসিংহ, বর্তমানে সাং- সিরাজ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, (বাদালদি, ওয়ার্ড নং-৫২, থানা- তুরাগ, জেলা- ঢাকা,

 

৩।মোঃ সাইফুল ইসলাম তাইজুল (৩০), (হেলপার), পিতা- মোঃ তোফায়েল আহমদ, মাতা- মোছাঃ তাসলিমা বেগম, সাং- সাং-চরকোমর ভাঙ্গা পুরাতন মোড়লবাড়ী, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ, বর্তমানে বিল্লাল হোসেনের বাড়ীর ভাড়াটিয়া, থানা-তুরাগ, জেলা- ঢাকা।

ধৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা উক্ত চকলেটগুলো ভারতীয় সীমান্ত থেকে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে নিয়ে এসেছে।

শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-২১, তাং-২২/০৩/২০২৫খ্রিঃ, ধারা-২৫(১)(ন)/২৫উ ঞযব ঝঢ়বপরধষ চড়বিৎং অপঃ ১৯৭৪ রুজু হয়। আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি’র মিডিয়া এডিসি মো: সাইফুল ইসলাম।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।