বন্দরবাজার থেকে দুই ছিনতাইকারী আটক

সুরমা টাইমস ডেস্ক :

সিলেট নগরীর বন্দরবাজার থেকে দুই ছিনতাইকারীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন জৈন্তাপুর থানার পানিছড়া চিকনাগুল এলাকার মনাফ মিয়ার ছেলে শাহেদ আহমদ (২০) ও কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার মান্তিপুর গ্রামের জিবু মিয়ার ছেলে রুবেল মিয়া (২৪)।

 

এরমধ্যে শাহেদ নগরীর লালাদিঘীরপাড় এবং রুবেল কুয়ারপাড়ে বসবাস করে আসছে।

 

পুলিশ জানায়, গত বুধবার (১২ই মার্চ) রাতে কোতোয়ালী মডেল থানা পুলিশ উল্লাহ মার্কেটের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করেছে।

 

তারা উভয়েই চিহ্নিত ছিনতাইকারী। থাতাদের বিরুদ্ধে একাধিক চুরি ছিনতাই মামলা রয়েছে।

 

গতকাল বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।