এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে: ডা. দুলাল

সুরমা টাইমস ডেস্কঃ

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, নিজ এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে আমার নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন অনুযায়ী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণই আমাদের অঙ্গীকার।

গতকাল বুধবার (১৮ই অক্টোবর) সন্ধ্যায় বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের মোরারবাজারে দেওয়ানবাজার ইউনিয়নবাসীর মাঝে শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বার্তা পৌঁছে দেয়ার লক্ষ্যে আয়োজিত সভায় একথা বলেন।

ডা. দুলাল বলেন, আমার জন্মভূমি দেওয়ানবাজার ইউনিয়নবাসীর ভালোবাসার প্রতি আরও একবার ঋণী হয়ে গেলাম। আমার বিশ্বাস, মহান আল্লাহ তায়ালা আপনাদের সম্মানের উপযুক্ত প্রতিদান দিবেন। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমার উপর আস্থা রেখে নৌকার মাঝি মনোনীত করেন আমার বিশ্বাস আপনারা আমাদেরকে নিরাশ করবেন না।

দেওয়ানবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রমুজ আলীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বী মনা মিয়া মহাজন।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, নীলু ভূষন দে, সাংস্কৃতিক সম্পাদক এম এ মালেক, সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য লোকন মিয়া, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য নজমুল ইসলাম, সাবেক ছাত্রনেতা রনি হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য শামীম আহমদ, আওয়ামী লীগ নেতা সানুর আহমদ, যুবলীগ নেতা হেলালুজ্জামান বকুল, সাবেক ছাত্রনেতা শেখ মুমিনুল হাসান, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য সেহান উদ্দিন সেজু প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।