গোয়াইনঘাটে নানা আয়োজনে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন পালন
সুরমা টাইমস ডেস্কঃ
‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয় ’ প্রতিপাদ্যে সিলেটের গোয়াইনঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়েছে।
গতকাল বুধবার (১৮ই অক্টোবর) গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জম্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে একটি র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে দুপুরে উপজেলা পরিষদ হল রুমে কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাহমিলুর রহমানের সভাপতিত্বে দিনব্যাপী এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম,
গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) তানভীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম নজরুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল হক সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রশাসনের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলার দশগাঁও নওয়াগাঁও হাই স্কুল এন্ড কলেজ, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়,আমির মিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয় কলেজসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শেখ রাসেল দিবসের আলোচনা সভা চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।