শহীদ জিয়ার উত্তরসূরি তারেক রহমান : বিএনপি নেতা মাহিদুর রহমান

মো : আব্দুল্লাহ (গোলাপগঞ্জ ) প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমান বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। দেশ আজ অপেক্ষায় আছে শহীদ জিয়ার উত্তরসূরি তারেক রহমানের। তারই সুযোগ্য নেতৃত্বে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ১৮ কোটি মানুষের ম্যান্ডেট নিয়ে প্রয়োজন একটি সৎ ও যোগ্য সরকার। নিশ্চয়ই জনগণ আগামী দিনে বিএনপি নেতৃত্বকেই এ দেশ গড়ার দায়িত্ব প্রদানের জন্য বেছে নেবে। তিনি গতকাল মঙ্গলবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে বিএনপি চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স এডভাইজার, যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেট এর সাবেক ডেপুটি নির্বাহী মেয়র আ. ম. অহিদ আহমদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। গোলাপগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল ও পৌর বিএনপি সাধারণ সম্পাদক, সাবেক পৌর কাউন্সিলর নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স এডভাইজার, যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেট এর সাবেক ডেপুটি নির্বাহী মেয়র আ.ম.অহিদ আহমদ।প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশ নায়ক তারেক রহমান ৩১ দফা সংস্কার কর্মসূচি দিয়েছেন।এ কর্মসূচি বাস্তবায়নে যদি কোন নেতাকর্মী প্রতিবন্ধক হয়ে থাকেন বিএনপি তাদেরকে বর্জন করবে। বিএনপিতে কোন সমাজবিরোধীর স্থান নেই। যারাই দলের আদর্শ বিরোধী কোন কর্মকান্ডে জড়িত থাকবে, তাদেরকে প্রতিহত করা হবে।
সভায় বিশেষ অতিথিদের বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী,যুক্তরাজ্য বিএনপির অন্যতম নেতা, সংবর্ধিত অতিথি আরিফ মঞ্জুর চৌধুরী মিঠু, জাতীয়তাবাদী ফোরাম ইতালির অন্যতম নেতা,সংবর্ধিত অতিথি ময়েজুর রহমান ময়েজ। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হাসান পাটোয়ারী রিপন , মামুনুর রশিদ মামুন, মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান মুজিব, জেলা বিএনপির উপদেষ্টা মহীউস্ সুন্নাহ চৌধুরী নার্জিস,গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, ছালিক আহমদ, পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান মহি,উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হেলালুজ্জামান হেলাল, উপজেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, রুহেল আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মামুন আহমদ রিপন,সাবেক সেক্রেটারি মামুনুর রশিদ,পৌর যুবদলে আহবায়ক এনামুল হক এনাম প্রমুখ।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।